
রিপোর্টঃ মোঃ রফিকুল হাসান সোহাগ- ব্রাহ্মণবাড়িয়া ইউনেস্কো ক্লাবের বার্ষিক ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (শনিবার) বেলা ২:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পারস্থ ইউনেস্কো ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউনেস্কো ক্লাবের জেলা শাখার সভাপতি বর্ষিয়ান সংগঠক মোঃ আমির হোসেন ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ শাহআলম বক্স, সহ-সভাপতি এটিএম নেসার ভুইয়া, সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল হাসান সোহাগ, অর্থ সম্পাদক রবিউল হোসেন মানিক, আইসিটি সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক সম্পাদিকা মোর্শিদা আক্তার পপি সহ আরো অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে , আগামী ১ এপ্রিল ২০২৩ (শনিবার) মোতাবেক ৯ রমজান ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের তারিখ এবং কাউতলী ফুড হার্ড রেস্টুরেন্ট স্থান নির্ধারণকরা হয়।
সেই সাথে, মোঃ শাহআলম বক্স কে আহ্বায়ক এবং এটিএম নেসার ভুইয়া, মুহাম্মদ রফিকুল হাসান সোহাগ, রবিউল হোসেন মানিক এবং মুর্শিদা আক্তার পপিকে সদস্য সচিব করে একটি ইফতার উদযাপন কমিটি গঠন করা হয়।
ইউনেস্কো ক্লাবের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের কে উক্ত ইফতার মাহফিলে নিমন্ত্রণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।