
মোঃ রফিকুল হাসান সোহাগঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক প্রেসনোটে জানাযায়, জেলা সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নেতৃত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার কার্যক্রম সমাপ্ত হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে শতভাগ স্বচ্ছতার সাথে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৮ জন প্রার্থী টিআরসি হিসাবে প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৯২ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন।
দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রেখে তাঁরা দেশ সেবায় কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।