
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া গোসল করতে গিয়ে পুকুরে নেমে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা রিফাত মিয়া (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত ২২ মে ( সোমবার) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরের পার্শবর্তী পুকুরে এ ঘটনা ঘটে। মৃত রিফাত মিয়া জেলা শহরের মেড্ডা এলাকার এমরান মিয়ার ছেলে। সে মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে রিফাত। সাঁতার না জানা থাকয় পানিতে ডুবে যায় রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।