
ডেক্স রিপোর্টসঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক জনকন্ঠ ও চ্যানেল টোয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ৬ মার্চ ২০২৩(সোমবার) দিবাগত রাত সোয়া ১১টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে সভাপতি আব্দুল মতিন সানু, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বক্স, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল হাসান সোহাগ, সহ সভাপতি আবু মুছা, সহ সভাপতি হারুন আল রশীদ এক শোক বার্তায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক নেতা, জামির রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তারা বলেন, মাত্র ৫০ বছর বয়সে মুক্তিযুদ্ধের চেতনার ধারক, অসাম্প্রদায়িক সাংবাদিক জামির মৃত্যুতে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, গোটা দেশ এক প্রতিশ্রুতিশীল, ন্যায়নিষ্ঠ সাংবাদিককে হারালো। এ ক্ষতি অপূরণীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।