
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে এমপি পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেন। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টায় সরাইল প্রেসক্লাবে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান এর সঞ্চালনায় উক্ত সভায় এডভোকেট নাজমুল হোসেন বলেন, ছাত্রজীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি আরও বলেন, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সারা জীবন সংগ্রাম করে বড় হয়েছি। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব দীর্ঘ দিন ধরে সফলভাবে পালন করা শেষে সম্মেলনের মাধ্যমে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করে আসছি। এ আসনে আমাকে নৌকা প্রতীকে মনোনীত করলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।
উল্লেখঃ বিএনপির এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি পদ থেকে পদত্যাগ করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ) আসনটি শূন্য হয়েছে। ইতিমধ্যেই এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।