
রফিকুল হাসান সোহাগ (বার্তা সম্পাদক),
ব্রাহ্মণবাড়িয়ায় ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যপাড়াস্থ জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি করবী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিতঅনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযুদ্ধা ও উপদেষ্টা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপদেষ্টা
আব্দুল মান্নান সরকার, সাংবাদিক ও নাট্যকার আল-আমীন শাহীন, উপদেষ্টা প্রভাষক অলক চক্রবর্তী, নাট্য ও আবৃত্তিকার স্মৃতি সবুর
সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস,
সিনিয়র সহ সভাপতি সঞ্জিত কুমার রায়, (সহ সভাপতি সোমা পাল, সহ সভাপতি মোঃ শাহআলম বক্স, সহ সভাপতি এ টি এম নিছার ভূঞা, সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ হোসেন সোহেল,প্রচার সম্পাদক,জানে আলম রনি,
সদস্য মোছাঃ আঁখি চৌধুরী, শিপ্রা বিশ্বাস।
ও সোমা রায় সহ অন্যরা। উক্ত অনুষ্ঠানে
সংঙ্গীত পরিবেশ করেন সোমা পাল, উপমা দেবনাথ, অনন্যা বিশ্বাস, উস্মি রায়, শিপ্রা বিশ্বাস ও করবী চক্রবর্তী। আবৃত্তি করেন
সাংবাদিক আল-আমীন শাহীন, মিলি শাহীন, স্মৃতি সবুর, করবী চক্রবর্তী, আয়ূষ চক্রবর্তী, উজান রায়। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের উগ্যোগ বসন্ত বরনে সান্ধকালিন মিলন মোহনায়, সাংস্কৃতিক কর্মীদের মেলবন্ধনের এক অন্যরকম আবহ সৃস্টি করে।