
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় সরাইল প্রেসক্লাবের আয়োজনে সরাইল উপজেলা গণগ্রন্থাগার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধক্ষ্য মো. বদর উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সরাইল শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সন্জীব কুমার দেবনাথ,
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বে-সরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্ট‘র সদস্য সচিব শাহজাহান আলম সাজু, সরাইল সরকারি কলেজের অধক্ষ্য মৃধা আহমুদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধক্ষ্য মুখলেছুর রহমান,
বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের নেতা সৈয়দ নজরুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন,
সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমূখ।
উল্লেখ পূর্বপাকিস্তানে প্রথম ১৯৪৭ সালে ২১শে ডিসেম্বর সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্ধোগে ২১ দফা দাবী পাকিস্তান সরকারের কাছে উত্তাপন করেন। তার মাঝে ২য় দাবীটি ছিল ভাষা আন্দোলন। প্রতিবছর এই দিনে সরাইল প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করে আসছে।