
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বীরমুক্তিযোদ্বা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে সভায়
অনুষ্ঠিত হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাজি মো. আব্দুল করিম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, মুক্তিযোদ্ধা রতন মিয়া, মুক্তিযোদ্ধা রুস্তম আলী ভূইয়া, মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, মুক্তিযোদ্ধা ওয়াছেদ ছিদ্দিকী, এডভোকেট আক্তার হোসেন সাঈদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ। উক্ত আলোচনা সভায় জেলা ও উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।