
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয়ভাবে মানবসেবায় বিশেষ অবদান রাখায় সরকার অনুমোদিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মনসুর আলীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে চাতলপাড় রক্তের বন্ধন সংগঠনের পক্ষ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
উপজেলার আলোর ভুবন গ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন রক্তের বন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক আবুল খায়ের আনচারী।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. সানাউল্লাহ ভুইয়া, মাওলানা আবুল খায়ের,পল্লি চিকিৎসক মিজানুর রহমান প্রমূখ।