
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা পাড়ের কুখ্যাত সন্ত্রাসী ডাকাত সর্দার মো. বোরহানকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নাশকতাসহ ১৩টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
গতকাল সোমবার দুপুরে ডাকাত সর্দার বোরহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন জানান, ডাকাত সর্দার বোরহানের বিরুদ্ধে সরাইল থানায় ১টি ছিনতাইসহ খুন, ১টি অস্ত্র আইন, ৫টি ডাকাতি প্রস্তুতি, ১টি সিধেল চুরি, ২টি মারামারি এবং আশুগঞ্জ থানায় ১ টি ডাকাতি প্রস্তুতি, ২টি ডাকাতিসহ মোট ১৩ টি মামলা রয়েছে।