
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা। আধুনিক শিল্প প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা।
বাংলাদেশের পাঠক প্রিয় স্বনামধন্য দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা।
কীর্তিমান মহাপুরুষ। বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান এর উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কাটানিশার বাজার সংলগ্ন মুরাদ খান গণ পাঠাগার মিলনায়তনে উক্ত স্মরণসভার আয়োজন করা হয়।
হাফেজ মাওলানা মোখতার হোসাইন এর কোরআন তেলাওয়াত ও দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব সরাইল প্রতিনিধি মো. আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত সরাইল প্রতিনিধি আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন সরাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ মাহাবুব খান, ঢাকা টাইমস এর আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ালীগের যুগ্মআহবায়ক শামছুল হক মাষ্টার, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফারুক মিয়া, দৈনিক ভোরের দর্পণ সরাইল প্রতিনিধি মো. মাহবুব খন্দকার, মুক্তির লড়াই সরাইল প্রতিনিধি দীপক কুমার দেবনাথ।
দলিল লেখক সৈয়দ নাদির, ব্যবসায়ী মনির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হৃদয়ে ছিল দেশের প্রতি ভালবাসা। উনি ছিলেন একজন দেশপ্রেমী পরোপকারী মানুষ।
তিনি ছিলেন, স্বাধীনচেতা একজন মানুষ ও মুক্তিযোদ্ধা। তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশটাকে গড়তে তিনি উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগেই দেশে প্রতিষ্ঠিত হয়েছিলো যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বিশাল শিল্প প্রতিষ্ঠানে দেশের আজ হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
আজ এই মহাপুরুষ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমাদের অত্যন্ত শোকের দিন, বেদনার দিন। এইদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
তিনি আরো বলেন, উনি দেশের মানুষের কথা চিন্তা করে তৈরি করেছেন যমুনা গ্রুপের মত স্বনামধন্য একটি বিশাল প্রতিষ্ঠান। বাংলাদেশের শিল্প ও সেবা খাতেও উনার রয়েছে অপরিসীম অবদান। যার ফলে যুগ যুগ ধরে দেশের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে নুরুল ইসলাম সাহেবের কর্মফল।
আলোচনা সভা শেষে মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।