
🌹।। রক্ত ও আত্মার বাঁধন।।🌷
সৈয়দ শাহ্উদ্দীন মকবুল
আত্মা ও রক্তের বাঁধন,
যখন হয়ে যায় এক,
পৃথিবীটা দেখতেও সুন্দর দেখায়,
সবার পক্ষ থেকে জানাই তাঁরে অভিষেক।
পরিশুদ্ধ আত্মা, বিচারবুদ্ধি ও বিবেচনা,
জুড়ে আছে যাঁর অন্তরে।
সেই তো সত্যিকার মানুষ,
সবাই ভালো বলে তাঁরে পক্ষান্তরে।
সত্যের পথ ধরে যাঁরা চলেন,
জীবন হোক তাঁর শুভ স্বপ্নিল।
সত্য-মিথ্যার গোলক ধাঁধাঁর মাঝে
কখনোই থাকে না আর অন্তমিল।
টাকার জোরে বশ্যতা স্বীকার করায় যারা,
নিজেকে ভাবতে শুরু করেন আমিই মহারথী।
অন্যরা সবাই তাদেরকে ধিক্কার জানায়,
ধরা পড়ে যায় তাদের কৌশলী ছল চাতুরী।
জীবন জীবিকা হোক সহজতর সরল,
অন্ধকার থেকে ফিরে এসো আলোর পথে।