
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিক্ষুক, পাগল, কুলি ও পথ শিশুদের মাঝে ঘুরে ঘুরে খাবার বিতরণ করলেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার অরুয়াইল বাজারে গরুর মাংস দিয়ে তৈরী বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন তাঁরা।
দূর-দূরান্ত থেকে অরুয়াইল বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুক, বাজারের দরিদ্র শ্রমিক, ভাসমান পাগল ও পথ শিশুসহ ১৫০জন দুস্থ মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্য পাভেল আহমেদ ও ইউনুস মিয়ার আর্থিক সহযোগিতায় ‘মানবতার অন্ন’ প্রজেক্টের অধীনে বিনামূল্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন বলেন, ‘ভিক্ষুকেরা দূরদূরান্ত থেকে প্রত্যেক বৃহস্পতিবার ভিক্ষা করতে অরুয়াইল বাজারে আসেন। তাঁরা দুপুরে উপবাস থাকেন। বাজারের ভাসমান পাগল,পথশিশু ও শ্রমিকদের কেউ খোঁজ নেয় না। এসব বিষয় মাথায় রেখে ২বছর ধরে খাবার আয়োজনটি চালু করা হয়েছে। এ ছাড়া পশুপাখিদের মাঝেও খাবার বিতরণ করে থাকি আমরা।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সদস্য হয়েছেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবেই সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.মনসুর আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান, সদস্য উজ্জ্বল পাঠান, আকিব রাজা প্রমুখ।