
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পাবেল আহমেদ জয় ও রোকন উদ্দিন নামের দুই যুবক অসহায় এক মাদরাসার ছাত্রীকে লেখাপড়ার খরচ চালাতে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে।
শনিবার বিকালে উপজেলার অরুয়াইল বাজারে অবস্থিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের কার্যালয়ে ওই অসহায় ছাত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। এসময় সংগঠনের সদস্য মিজানুর রহমান, আকিব রাজা, মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রায়হান উদ্দিন জানান,ওই ছাত্রীর নাম মাহিনুর। তার বাবা তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে তাদেরকে রেখে চলে যায়। সংসারের কোন খোঁজ খবর নেয় না। অসুস্থ মা বোরকা পড়ে লুকিয়ে ভিক্ষা করে দুই মেয়েকে লালন পালন করছে।সেলাইয়ের কাজ জানা সত্বেও অর্থনৈতিক দৈন্যতার কারণে সেলাই মেশিন ক্রয় করা সম্ভব হয়নি মাহিনুরের।
এতিম মাহিনুরের কষ্টের কথা লিখে তাদের সংগঠনের এক সদস্য ফেসবুকে পোষ্ট দিলে প্রবাসী সাকিব ও রোকনের নজরে পড়লে তারা দুজনে মিলে মাহিনুরকে সেলাই মেশিন কিনে দেয়ার টাকা পাঠান। আজ ওই টাকা দিয়ে সেলাই মেশিন কিনে মাহিনুরের হাতে তুলে দেয়া হয়।
সেলাই মেশিন পেয়ে মাহিনুর বলেন, আমি অনেক খুশি হইছি। এখন সেলাই কাজ করে অন্তত নিজের লেখা-পড়ার খরচ চালাতে পারবো। আপনাদের জন্য দোয়া করি আমাকে সহায়তা করার জন্য।