
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি হিসেবে শেখ মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে
আক্তার হোসেন ভুইয়ার নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো.দুলাল আহমেদ ও উপদেষ্টা (১) ওবায়দূর রহমান জুম্মান।
৮১ সদস্যের ওই কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলির সদস্য উবায়দুল হক হৃদয়, মো. নাসির উদ্দিন, শেখ মো. জুয়েল মেম্বার, আরিফুর রহমান শিপন, শাহ মো.আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা মো. দুলাল আহমেদ বলেন, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ গঠনের মূল উদ্দেশ্য ওই এলাকার ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করা।গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। এছাড়া সমাজ কল্যাণমূলক কাজও করবো আমরা।