
মোঃ রফিকুল হাসান সোহাগঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি-৯৩ ব্যাচের ৩০ তম বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীগণের পুণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১১ মার্চ ২০২৩ (শনিবার) দুপুরে শাহবাজপুর হাসপাতাল পাড়ায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণের একাংশ অংশ গ্রহণ করেন।
প্রাক্তন সহপাঠীদের পদচারনায় অনুষ্ঠানে এক অন্যরকম আবহ সৃস্টি করে। সকলের মেলবন্ধনে কিছুক্ষণের জন্য হলেও ১৯৯৩ সালের বই হাতের সেই কৈশোরে ফিরে গিয়েছিল সবাই। দীর্ঘ ৩০ বছর পরে সবার শারীরিক, সামজিক, ব্যাক্তিগত অবস্থার পরিবর্তন হলেও পরস্পরের মনমানসিকতার পরিবর্তন না হওয়াটাই এ সমস্ত
আয়োজন সার্থকতা ফিরে পাবে বলে, সংশ্লিষ্টদের ধারণা।
সবশেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।