
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক ১৭তম শিশু মেধাবৃত্তি সংবর্ধনা অনুষ্টান উনুষ্টিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল এগারটায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর অনার্স কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শিশু মেধাবৃত্তিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করলেন মাহবুবুর রহমান খান।
মাহবুবুর রহমান খান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ‘র
কোষাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলাসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দা।