
রিপোর্টস – মোঃ রফিকুল হাসান সোহাগঃ মুক্তির কণ্ঠ
যতই রোজা বাড়ছে ততই ঈদের সময় ঘনিয়ে আসছে। কেনা কাটায় সরগরম ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অভিজাত মার্কেট ও বিপণী বিতান ফুটপাত গুলোতেো কেনা-কাটা জমে উঠেছে।
শহরের সিটি সেন্টার, এফ.এ টাওয়ার, সমবায় মার্কেট, নিউ মার্কেট, পৌর আধুনিক সুপার মার্কেট, গ্রীন সুপার মার্কেট, হকার্স মার্কেট, সহ সবকটি বিপণী বিতানে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ভিড় করছেন। বিক্রেতারা জানান- ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে তারা পর্যাপ্ত দেশী-বিদেশী কাপড় মজুদ রেখেছেন। তবে ব্যাপক উপস্থিতি থাকলেও বেচা-কেনা খুব একটা ভালো না বলে জানান তারা। সবকিছুর দাম বাড়ার কারনে এবার তৈরী পোশাক ও থান কাপড়ের দাম একটু বেড়েছে। তবে সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করছেন।
এদিকে ক্রেতা সাধারণ জানান- তারা সাধ্য অনুযায়ী কেনা-কাটা করছেন। কাপড়ের দাম তুলনামূলক একটু বেশী হওয়ায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। অনেকেই অভিজাত মার্কেটগুলোতে তাদের কাঙ্খিত জামা কাপড় ক্রয় ক্ষমতার মধ্যে না পাওয়ার কারনে বিভিন্ন মার্কেটে দৌড়ঝাপ করে প্রিয়জনদের জন্য কাপড় কিনছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের মার্কেটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম।
সমাজের সকল শ্রেনীর মানুষ নির্ভিগ্নে সাধ্য মত ঈদের কেনা-কাটা ও আনন্দ উপভোগ করবে এমনটি সবাই আশা করেন।
মাশাআল্লাহ