
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের মুলহোতা রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রাসেল মিয়া উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেম মিয়া ছেলে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নাসিরনগর থানার এএসআই মো. আনোয়ারুল হকের সহযোগিতায় সরাইল থানার একটি চৌকস পুলিশ টিম
নাসিরনগর থানাধীন কুন্ডা ইউনিয়নের বিটোই এলাকায় হইতে ডাকাত রাসেলকে গ্রেপ্তার করেন।
জানা যায়, গত ১৮/০৭/২২ খ্রিঃ রাত সোমবার রাতে নরসিংদী জেলার ১৩ জন যুবক সরাইলের শাহবাজপুরে চা খেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে
নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সরাইল বিশ্বরোড মোড়ে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে মারধর করে নগদ টাকা, স্বর্ণের চেইন, ১৩টি মোবাইলসহ সর্বমোট ৪ লাখ ২৬ হাজার ৭০০ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
সেখান থেকে ছাড়া পেয়ে যুবকেরা বুঝতে পারেন ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। তারা বিষয়টি সরাইল থানা পুলিশকে জানিয়ে অভিযোগ দাখিল করেন। পরে তাদের কথামতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ছবি দেখিয়ে স্থানীয়ভাবে তদন্ত করে দুর্ধর্ষ এই অপরাধী চক্রের একাধিক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়। পুলিশ অভিযান চালিয়ে গাফফারকে প্রথমে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে এ ঘটনার মুলহোতা মো. রাসেল মিয়াকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটোই হইতে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি রাসেল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা মুলতবী রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।