
মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)
বেলা ১১ টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসন-৩১২ এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন (আনব আলী), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি/বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিউলী আজাদ এমপি সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।