
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ পুনঃনির্মাণ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুচনী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও কুয়েত এম্বাসিডর গ্রুপের চেয়ারম্যান, লুৎফর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা জনাব লুৎফুর রহমান মোকাই আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব আতাউর রহমান ভুইয়া, মিসেস হেলেনা বেগম,হাজী মোঃ আলী মিয়া। সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ সারোয়ার, সোহাগ মিয়া,শাহজাহান মিয়া, আবদুল হাকিম, রাজ্জাক মিয়া,হাজী হান্নু মিয়া,জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ মোঃ ইয়াছিন প্রমুখ। প্রধান অতিথি কুচনী গ্রামের মসজিদ,মাদ্রাসা উন্নয়ন সহ এলাকার হত দরিদ্র রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা করেন। উল্লেখ্য বিজয় নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস নাছিমা বেগম লুৎফুর রহমানের স্ত্রী।