
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সরাইল বিকাল বাজারে দুই ডিলারের মাধ্যমে এই চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল।
একজন মানুষ প্রতিদিন ৫ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা দরে। সপ্তাহে ৫ দিন (রোববার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে সর্বসাধারণের জন্য। সরাইল বিকাল বাজার কবুতর হাটা ও কাঁচাবাজারের উত্তর পাশে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল বিক্রির দুটি ডিলার খোলা থাকবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম ও খাদ্য পরিদর্শক জয়নাল আবেদীন ডিলার দুটি তদারকির দায়িত্বে থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে চাল কিনতে পারে। এই জন্যে আজকে উপজেলা সদরে দুটি ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হবে। সাধারণ মানুষ প্রতিদিন ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতিদিন দুটি লাইনে এই চাল বিক্রি করা হবে একটি সাধারণ মানুষের জন্য আরেকটি বিসিবি কার্ডধারীদের জন্য। টিসিবি কার্ডধারীরা মাসে দুই বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। আর অন্যরা চাইলে সপ্তাহের ৫ দিন ৫ কেজি করে চাল কিনতে পারবেন।