
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুখ্যাত তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে ইসলামাবাদ (গোগদ) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শেহাবুর রহমান’র নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) তারিকুল ইসলাম, এএসআই (নিঃ) রুবেল আখন, এএসআই (নিঃ) দিপক চন্দ্র দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ অভিজান চালায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কের উত্তর পাশে ইসলামাবাদ (গোগদ) এলাকার লাউয়ার খাল নামক স্থানে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাত কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, কালিকচ্ছ (কলেজপাড়া) এলাকার আবু ছায়েদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬), কালিকচ্ছ (ধরন্তী) এলাকার আব্দুল মোতালেব’র ছেলে মো, জীবন মিয়া (৩০), ইসলামাবাদ (গোগদ) এলাকার হেবদু মিয়ার ছেলে, মো. খোকন মিয়া (২৮)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, চোর ডাকাতের বিরুদ্ধে কোন আপোষ নেই। এই অভিজান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।