
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র রমজানের প্রথম দিনে প্রবাসী সৈয়দ এমদাদুল হকের পক্ষ থেকে হাতে তৈরী ইফতার সামগ্রী ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে
উপজেলার অরুয়াইল বাজারে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে আসা ভাসমান ভিক্ষুকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কুয়েত প্রবাসী সৈয়দ এমদাদুল হকের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন’ এর মাধ্যমে শতাধিক ভিক্ষুকের হাতে বিরিয়ানি প্যাকেট তুলে দেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
এসময় উপস্থিত ছিলেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য মিজানুর রহমান, সাগরিকা দাসসহ অন্যান্য সদস্যরা।
ইফতার সামগ্রী বিতরণ সম্পর্কে কুয়েত প্রবাসী এমদাদুল হক মেসেঞ্জারে জানিয়েছেন, আমার পক্ষ থেকে গরিবের বন্ধু ফাউন্ডেশনের সদস্যরা ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ করেছে। আমার কাছে ছবি পাঠিয়েছে। ইফতার পেয়ে ভিক্ষুকদের আনন্দ দেখে মনটা ভরে গেছে। ভিক্ষুকদের জন্য আরও কিছু করবো বলে চিন্তা করছি।
সৈয়দ এমদাদুল হক সরাইল উপজেলার বাদে অরুয়াইল গ্রামের আসেক আলীর ছেলে।