এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণপিটুনিতে
বজলু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । লোকজন চুরির অভিযোগ এনে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকার কয়েকজন জানান। সুজন (২৪) নামে আরেক যুবককে মেরে আহত করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার স্বজনেরা।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।
বজলু মিয়া চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের
আলী আফজলের ছেলে এবং সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ওই গ্রামের সারু নামের এক যুবক সকালে ফেসবুক লাইভ এসে বলেন, ঘুম থেকে উঠেই একটা আশ্চর্য খরব পেলাম। চুন্টা ইউনিয়নের আমাদের লোপাড়া গ্রামে দুজন চোর ধরা পড়লে এদের একজনকে পিটিয়ে মেরে ফেলে এবং আরেকজনকে পিটিয়ে আহত করে। এমন ঘটনা জীবনে দেখিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চোর সন্দেহে বজলু মিয়া নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে এলাকার লোকজন। আরেকজনকে আহত করেছে। বজলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।