সরাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুক্তির কণ্ঠ

এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ০৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাদ “ভিক্টর ব্যাগ ফ্যাক্টরীর” সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের
সৈয়দটুলা গ্রামের শফিকুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৮) এবং একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের তালেব হোসেনের ছেলে হান্নান মিয়া (৩৪)।

এব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে০৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

 

Leave a Reply