
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিকালে কালিকচ্ছ ভাই ভাই সুপার মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা।
সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল হক সালেখ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহম্মেদ মৃধা, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, জাতীয় পার্টির নেতা আবু মাসুদ ভুট্টু, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক হোসাইন মোহাম্মদ আজাদ, সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক হোসাইন সাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেনকে আহবায়ক ও আবু মাসুদ ভুট্টুকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।