
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায়
জুয়া খেলা অবস্থায় ২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের আরিফাইর গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে
০২টি মোবাইল ফোন ও নগদ-৬৩১০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন স্বল্প নোয়াগাঁও গ্রামের আব্দুল বাছিরের ছেলে জালাল মিয়া (৩২), ও মৃত আবুল কাশেমের ছেলে হাসান আলী (৩৮)।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মো. আসলাম হোসেন বলেন,
সরাইল সদরের আরিফাইর গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে জুয়া খেলা অবস্থায় তারা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনলাইন অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা অবস্থায় নগদ-৬৩১০ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।