
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল-লাখাই সড়কের ধরন্তি এলাকায় শুক্রবার সন্ধ্যায় ট্রাক চাপায় বাই সাইকেল আরোহী মো. হেদায়েত উল্লাহ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত মো. হেদায়েত উল্লাহ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ভুইশ্বর গ্রামের ঈদন মিয়ার ছেলে। সে তেরকান্দা হুসাইনিয়া মতিউল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র ছিল।
জানা যায়, মো. হেদায়েত উল্লাহ সহপাঠীদের সাথে শুক্রবার ইফতারের আগ মুহুর্তে ধরন্তি এলাকায় সরাইল-লাখাই সড়কে বাই সাইকেল চালানোর সময় ট্রাকটি চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়।
এবিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এ বিষয়ে সরাইল থানায় ১টি মামলা হয়েছে।