
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়ে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শেহাবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে স্টল স্থাপন করা হয়েছে। বিকেলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্ত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল
জানান।