
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাইল নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা পাচারকালে নৌকাসহ চারজনকে আটক করেছে।
শনিবার বিকালে উপজেলার দুবাজাইল লঞ্চঘাটের সামনে কালনী নদী থেকে ১২কেজি গাঁজা ও নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার তারাকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে মো.মাহফুজ মিয়া(২৫),মো. কবির মিয়ার ছেলে মো.রায়হান(১৫)
হোসেনপুর উপজেলার কাখুহাটি গ্রামের মানিক মিয়ার ছেলে মো.ইমরান হাসান সঞ্চয়(২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফকিরদিয়া গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে মো.জালাল মিয়া(৫৫)।
এ বিষয়ে দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদকসহ আটক করা হয়। পরে সরাইল থানার মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক ৩লাখ ৬০ হাজার ও জব্দকৃত নৌকার মূল্য ৩০ হাজার টাকা।
এ ধরনের মাদক বিরোধী অভিযান সব সময় চলমান থাকবে বলেও তিনি জানান।