
মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় স্হানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির(জাইকা)অর্থায়নে ৩দিন ব্যাপী ৩ ব্যাচে ধাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক এবং নিরাপদ প্রসবের লক্ষ্যে ধাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে ৪০ জন ধাত্রীকে গর্ভবতী মায়েদের পরিচর্যা, এএনসি সেবা, পুষ্টিকর খাবার গ্রহণ, প্রসবকালীন বিপদজনক চিহ্ন ও প্রাতিষ্ঠানিক প্রসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জালাল উদ্দীন আহমেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. মমিনুল ইসলাম, উপজেলা মামনি কোঅর্ডিনেটর মো. আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিনাক্ষী রাণী দেব , পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আকলিমা বেগমসহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারীগণ।
এতে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাড়িতে প্রসবসেবার বিভিন্ন কুফল দিক আলোচনাপূর্বক প্রাতিষ্ঠানিক প্রসবের উপর জোর দেন।
এসময় ধর্মতীর্থ গ্রামের ধাত্রী শিপ্রা রাণী (৫৪) বলেন…
“আগে আমরা হাসপাতালে ডেলিভারির কথা জানতাম না। এহন থাইকা মায়েদেরকে কালিকচ্ছ হাসপাতালে আওনের কথা কইয়াম।