
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাচাঁই সবাই মিলে”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুনদিন সীমান্তিক এর উদ্যোগে ” বিশ্ব যক্ষা দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ইউএসএআইডি এবং এসএমসি এর অর্থায়নে সীমান্তিক বাস্তবায়িত নতুন দিন এমআইএসএইচডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নতুনদিন জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়।
নতুনদিন সীমান্তিক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও ডিটি-২ শুভাষীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নোমান মিয়া। সরাইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার সুরুজ মিয়া, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার আমোদা বেগম, এফডিআই আলমগীর মিয়া, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঈমাম গিয়াস উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান খন্দকার, নতুনদিন প্রজেক্ট এর সিনিয়র একাউন্ডস এন্ড এডমিন অফিসার মোঃ তোফায়েল আহম্মদ, পিও(এমআইএস) মোঃ হাবিবুর রহমান, সীমান্তিক ব্রাহ্মণবাড়িয়া জেলার এএও মোঃ আরিফুর রহমান, এফএস মর্জিনা বেগম, সিএম ডেইজি সরকার, গোল্ড স্টার মেম্বার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।