
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সরাইল থানা পুলিশের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ সব পুলিশ কর্মকর্তা ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরাইল মহিলা কলেজের অধক্ষ্য বদর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।