
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী ফয়সাল মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে সরাইলের হাসপাতাল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরাইল উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করেন।
মানববন্ধনে ফয়সালের পিতা মো. রাকিব মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার ছেলে মো. ফয়সাল মিয়া তার মামার বাড়ি কালিকচ্ছ থেকে তার মামাদের ব্যবসা দেখাশোনা করত। গত ১৪-০৪-২০২৩ ইং তারিখ সন্ধায় কালিকচ্ছ বাজারে দাঙ্গায় ধর্মতীর্থ গ্রামের সন্ত্রাসীদের শর্টগানের গুলিতে আমার ছেলে ফয়সাল নির্মমভাবে নিহত হয়।
ফয়সাল মিয়ার নৃশংস হত্যাকান্ডের ঘঠনায় ধর্মতীর্থ
গ্রামের চিহ্নত দাঙ্গাবাজ ৩০ জন সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে ফয়সালের পিতা রাকিব মিয়া বাদী হয়ে গত ১৬ এপ্রিল তারিখে একটি হত্যা মামলা দায়ে করেন। কিন্তু এমন চাঞ্চল্যকর মামলার আজ এতদিন হয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেননা। এক অদৃশ্য শক্তির সহায়তায় পুলিশের গ্রেফতার এড়িয়ে কালিকচ্ছ বাজারে প্রকাশ্যে ঘুরছেন আসামীরা। পুলিশের এমন ভূমিকা নিয়ে স্থানীয় এলাকার
সাধারণ মানুষের মনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সেই সাথে পুলিশের এমন ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলার আসামীদের আগামী একসপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
অনন্যতায় আমরা পরবর্তী কর্মসূচী দেব।
সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, ওনার অভিযোগ সত্য নয়। আমরা ইতিমধ্যে ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
একজন জামিনে আসছে বাকী দুইজন আসামী জেলহাজতে আছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।