
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” এ প্রতিপাদ্যকে লালন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগারে শনিবার বিকালে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুন্টা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগারে সভাপতি শেখ একলাছুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও কথা সাহিত্যিক মফিজ উদ্দীন আহমেদ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় উপ-সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন,
সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পদক মাহবুব খান, সরাইল উপজেলা বেসরকারি পাঠাগার, আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ পাঠাগারের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমূখ।
এসময় প্রধান অতিথি মফিজ উদ্দীন আহমেদ ফরিদ বলেন, আমাদের যে অনুষ্ঠান হল এই অনুষ্ঠান হল বই পড়া নিয়ে। আমি একজন লেখক আমার কথা হল বই পড়তে হবে বই পড়া কোন বিকল্প নেই।