সরাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত। মুক্তির কণ্ঠ

 

মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাশেদ, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা বিল্লাল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৬ জন দুঃস্থ নারীর মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ ও ৪ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালেদ জামিল খান। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply