
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিনের বয়স ছিল ১বছর ৬ মাস।
মঙ্গলবার (২৮জুন) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন রাজাপুর গ্রামের রাসেল মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকালের দিকে মেঘনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে একটা শিশুর লাশ ভাসতে দেখে লোকজন জড়ো হয়। গ্রামবাসীর ধারণা ছিল ভেসে আসা লাশটি পার্শ্ববর্তী গ্রাম দুবাজাইল থেকে ভেসে এসেছে। পরে শিশুর লাশটি উদ্ধার করে পরিচয় খোঁজতে গিয়ে দেখে সে ওই গ্রামেরই রাসেল মিয়ার ছেলে।
শিশুটির বাবা রাসেল মিয়া জানান,আমার শ্বশুর বাড়িও আমাদের গ্রামে। ইয়াসিন তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকালে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গ্রামের ইন্তু মিয়ার বাড়ির পাশে একটা শিশুর লাশ পাওয়া গেছে শুনে গিয়ে দেখি আমার ছেলে ইয়াসিনের লাশ।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদের সদস্য পাঠিয়েছি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ কোনো অভিযোগ পাওয়া যায়নি।