
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৩ কেজি গাঁজাসহ একটি নম্বরবিহীন সিএনজি আটক করা হয়েছে।
সোমবার ( ১৩ জুন ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে মহাসড়কের উত্তর পাশ থেকে গাঁজাসহ সিএনজিটি আটক করে
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার নিয়মিত মোবাইল ডিউটি চলাকালীন সময়ে আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি কে থামানোর চেষ্টা করলে সিএনজিটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন হাইওয়ে পুলিশ ধাওয়া করে মালিহাতা নামক স্থানে পৌছলে সিএনজিতে থাকা ড্রাইভার ও তারসহযোগী গাড়িটি ফেলে পালিয়ে যাই। পরে সিএনজিটিতে তল্লাশি করে ২টি বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভিতরে ১৬ প্যাকেট কসটিপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা দেখতে পাই। এ সময় এসআই মনির ও অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু উপস্থিত হয়ে উদ্ধার হওয়া গাঁজা এবং সিএনজি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সাক্ষীগণ সামনে রেখে গাঁজা উদ্ধার করে ওজন মাপার মিটার দিয়ে মেপে ৩৩ কেজি গাঁজাসহ সিএনজিটি থানায় নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।