
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ মো. ইব্রাহিম মিয়া (২৩) নামে এক
যুবক কে আটক করেছে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) ভোর ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কে সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে এসব পন্যসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিম মিয়া ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের সাদেক মিয়া ছেলে ও লাকী পরিবহনের সুপারভাইজার।
উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার
শাড়ি ৮৬ পিস, ভারতীয় কসমেটিক Vetnovate ক্রিম ৩১৮০ পিস।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী পরিবহন গাড়ি করে যার নং-ঢাকা মেট্রো ব ১২-০৬৩৩ পরিবহনের বক্সে করে ভারতীয় শাড়ি এবং কসমেটিক আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে
কুট্টাপাড়া হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে পরিবহনটি থামিয়ে যথাযত নিয়ম মোতাবেক তল্লাশি করিয়া ভারতীয় অবৈধ পন্য ৮৬ পিচ শাড়ি এবং ৩১৮০ পিচ Vetnovate ক্রিম উদ্ধার করি। যাহার বাজার মূল্য অনুমান ৩ লাখ ৭৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, গাড়ির সুপারভাইজার ইব্রাহিমের কাছে পন্যের কোন কাগজপত্র
কিংবা বৈধ কোন চালান না থাকায়। গুলো চোরালানের পন্য হিসাবে জব্দ করি। ইব্রাহিমের বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।