
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিরোধী অভিজান চালানো হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় এই অভিজান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিজান পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গৌর পদ সাহা, ও সরাইল থানা পুলিশের উপ পরিদর্শক দিলিপ।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গৌর পদ সাহা বলেন, অভিজানে দুটি মিষ্টির দোকান ও দুটি ফার্মেসীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মিষ্টির দোকান দুটি হলো, শ্রী মাতৃ ভান্ডার ৪০০০ টাকা, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার ২০০০ হাজার টাকা। এছাড়াও ঔষধের ফার্মেসী হলো, সূবর্ণ মডেল ফার্মেসী ৪০০০হাজার টাকা, মেডিসিন সেন্টার কে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, মিষ্টির দোকান গুলোতে অসাস্থকর পরিবেশ চোখে পড়ে যা ভোক্তা সাধারণের জন্য ক্ষতিকর। আর ফার্মেসী দুটোতে মেয়াদউত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় তাই প্রাথমিক ভাবে তাদের জরিমানা করে সতর্ক করা হয়। আমাদের এই অভিজান বিভিন্ন হাট বাজারের চলমান থাকবে।