
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
সত্তর লাখ টাকা দিয়ে সদ্য কেনা বাল্কহেড ‘সিদ্দিক পরিবহন’ ভাড়ার উদ্দেশে ঘাট ছাড়া উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর বাল্কহেড ‘সিদ্দিক পরিবহনের মালিক ডা. আবু তালেব এই মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রত্যেকটি নৌকা নতুন তৈরি ও রঙ করার পর ঘাট ছাড়ার আগে বিভিন্ন প্রাকৃতিক দূর্ঘটনার কবল থেকে বাঁচতে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন। ওই এলাকায় প্রায় ৩শ স্টিলবডি নৌকা রয়েছে।
মিলাদ পরিচালনা করেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান। তিনি বলেন, মিলাদ মাহফিলের আয়োজন করা হলে তাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশী হোন এবং তাঁর দরবারে কোনো দোয়া করা হলে এই মিলাদের অসিলায় আল্লাহ বিভিন্ন দূর্ঘটনা থেকে রক্ষা করেন।