
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-শ্মশান ঘাট সড়কের অরুয়াইল সিএনজি স্টেশন থেকে ইউনিয়ন পরিষদ হয়ে শ্মশান ঘাট পর্যন্ত ৮২৬মিটার পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬মার্চ) দুপুরে রাস্তাটি উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, পাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আল হাসান, ঠিকাদার জুনায়েদ আহমেদ জনি প্রমুখ।
উদ্বোধন কালে সাংসদ শিউলী আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ স্বপ্ন পূরণে আমরা তাঁর প্রতিনিধি হয়ে কাজ করছি। আজ ৫টি রাস্তা উদ্বোধন করবো। প্রতিটা ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগছে। প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের প্রতিটি স্বপ্ন
বাস্তবায়িত হচ্ছে।
এলজিইডির অর্থায়নে রাস্তাটির আরসিসি ঢালাই কাজে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা।