
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যােগে স্যাটেলাইট ক্লিনিক স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মোতালেব মাস্টারের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওই স্যাটেলাইট ক্লিনিক সেবায় সাধারণ রোগী, গর্ভবতী মা ও কিশোর- কিশোরীদের সেবা এবং বিনামূল্যে আয়রন,ক্যালিসয়াম, ভিটামিন-বি কমপ্লেক্স, ফলিক এসিডসহ পরিবার পরিকল্পনার জন্মনিরোধক সামগ্রী দেওয়া হয়েছে।
তাছাড়া গর্ভবতী মায়েদের প্রসবপূর্ববর্তী সেবা দেওয়াসহ তাদেরকে বিনামূল্যে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিতে কালিকচ্ছ পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিনাক্ষী দেব প্রমুখ।