
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
সরাইল উত্তর বড্ডাপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি হাজী মো.অহিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ১০টায় সরাইল বড্ডাপাড়া শাহ ওয়ানি জামে মসজিদে জানাজা শেষে বড্ডাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিন ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী মো.অহিদ মিয়া সরাইল প্রেসক্লাবের সহসভাপতি এম.এ মুসা ও সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলালের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরাইল প্রেসক্লাব, গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।