
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্ব-স্ব স্কুলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের ওপর আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে
দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেকটি স্কুলে।
উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিয়ে তাদেরকে পাঠাগ্রহী করে তোলার চমৎকার উদ্যোগ এটি। শিশুদেরকে আগ্রহী করে তুলতে আমরা জাতীয় অনুষ্ঠানগুলো একটু জাকজমক করে পালন করি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজীজ বলেন, উপজেলা মোট ১২৬ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রত্যেক বিদ্যালয় প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে। খবর নিয়েছি সবকটি স্কুলে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটি করেছে।