
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে ২০০ পিজ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়ীউড়া বাজার এলাকা থেকে বুধবার দুপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ২০০পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা
হলেন, উপজেলার বড়
দেওয়ানপাড়ার মৃত ইনু মিয়ার ছেলে মো.বিল্লাল মিয়া (৩৪), নিজ সরাইল গ্রামের আবু সাঈদের ছেলে সোহেল (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুহিলপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কবির হোসেন(৪৩)।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ওসি মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে বিল্লাল, সোহেল ও কবির নামে ৩ মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছি। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় সরাইল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।