
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা অরুয়াইল ক্লাস্টারের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকার মায়েরা অংশগ্রহণ করেন।
উপজেলার কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অরুয়াইল ক্লাস্টারের সভাপতি আনোয়ার হোসেন জানান, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ২৫টি বিদ্যালয় নিয়ে অরুয়াইল ক্লাস্টার। এই ২৫টি বিদ্যালয়ে আজ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।