
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের অভিযোগে ২ জন ব্যক্তিকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার (২১ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রাম থেকে মাদক’সহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন– আলীনগর গ্রামের মৃত মিছির আলী’র ছেলে সাজিদ মিয়া (৩৬), ও মৃত আছন আলী’র ছেলে জিয়াউর রহমান (৪১)।
সরাইল থানা সূত্রে জানা যায়,
এসআই মো. সাইফুল ইসলাম ও এ এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে হাজতে প্রেরণ করা হয়েছে।