
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইমরান মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ।
এমরান উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবী পাড়ার আব্দুল কাদের‘র ছেলে।
সরাইল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩মার্চ ) দুপুর ১.৩০ মিনিটে, কালিকচ্ছ জাকির হোসেন মৃধার ভাড়া বাসা থেকে ইমরান মিয়া (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
এসময় তার হেফাজত থাকা ৩৬৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৭৫০০ টাকা, মোবাইল ফোন ০৬ টি, একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। তার নামে একটি অপহরন মামালা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এই বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন,
মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই। আমি সরাইলে মাঠিতে থাকলে মাদক থাকবেনা এবং আমাদের এই অভিজান চলমান থাকবে ইনশাল্লাহ।